ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। উর্মি আর সাত্যকির প্রেম কাহিনী বেশ পছন্দ দর্শকের কাছে। এক মধ্যবিত্ত একান্নবর্তী সংসারের গল্প তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। তবে ধারাবাহিকের শুরু থেকেই শুধু উর্মি আর সাত্যকির চরিত্র নয় বরং ধারাবাহিকে বাকি সব চরিত্রগুলো দর্শকের খুব প্রিয়।
‘এই পথ যদি না শেষ হয়’ দর্শকের আক্ষেপ একটাই, ধারাবাহিকে কিছু চরিত্রগুলি অনবরত মুখ পরিবর্তন হচ্ছে। কাউকে টানা দীর্ঘদিন ধরে দেখার সুযোগ পাচ্ছে না তারা।
প্রসঙ্গত ‘এই পথ যদি না শেষ হয়’ ভিলেন চরিত্রে দেখা যেত মিশমি দাসকে। এই অভিনেত্রী সরে যাওয়ায় অন্য মুখ আনা হয়। ক’দিন আগে মিমি চরিত্রে নতুন মুখ আনা হয়েছে। এবার ঠাম্মির পালা। দর্শকের কাছে ধারাবাহিকে খুব প্রিয় চরিত্র ঠাম্মি। কোনও এক চরিত্র দীর্ঘদিন দেখতে দেখতে দর্শকের চোখে খাপ খেয়ে যায়। সেখানে নতুন মুখ আনা হলে মানিয়ে নিতে সমস্যা হয়ে যায়।
ধারাবাহিকে ‘ঠাম্মি’ চরিত্রে প্রথমে অভিনয় করতেন অভিনেত্রী অলকানন্দা রায়। মাঝে তাকে পরিবর্তন করে আনা হয় কল্যাণী মণ্ডল’কে। দীর্ঘদিন ধরে তিনি এই চরিত্রে অভিনয় করছিলেন। তবে ফের মুখ বদল। এবার থেকে কল্যাণী মণ্ডলের জায়গায় ‘ঠাম্মি’ চরিত্রে দেখা যাবে কুমকুম ভট্টাচার্যকে। খবর সামনে আসতেই ফ্যান পেজে দুঃখপ্রকাশ করতে দেখা যাচ্ছে অনুরাগীদের।