‘কাঁচা বাদাম একটা হুজুগ মাত্র, এটা কোন গান নয়, ভাইরাল হবে আবার একদিন এই গান মরেও যাবে’, বাদাম কাকুর সম্পর্কে এই প্রথমবার মুখ খুললেন কুমার শানু

কুমার শানু

‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ্যকরকে চেনেন না এমন মানুষ বোধহয় কমই আছে। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম…গান গেয়ে রাতারাতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই মানুষটির এখন জগৎ-জোড়া খ্যাতি। তিনি এখন জনপ্রিয় সেলিব্রেটি।

রাতারাতি সেলিব্রেটি হওয়ায় সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে উঠেছিলেন বাদামকাকু। মাটির বাড়ি ছেড়ে পাকা বাড়ি, চার-চাকা, হাতে আইফোন ভুবন বাদ্যকরের ভাগ্য ঘুরিয়ে দিয়েছে মাত্র একটা গান। তাঁকে নিয়ে অনেক বড় বড় সেলিব্রেটিদের মতামত আমরা এর আগে শুনেছি। তবে এই প্রথমবার ‘কাঁচা বাদাম’ নিয়ে মুখ খুলতে দেখা গেল সঙ্গীত জগতের বিখ্যাত শিল্পী কুমার শানু’কে।

Tollywood Focus Kolkata নামক এক ইউটিউব চ্যানেলে বাদাম কাকুকে নিয়ে কুমার শানু জানান, “মানুষ খুব হুজুগে হয়। একটা নতুন কিছু যখন আসে, ধরুন সে গাইছেই না যেমন বাদাম নিয়ে এসেছিল’। এর আগেও আরও অনেক কিছু নিয়ে এসেছিল। এগুলি হুজুগে, এগুলো কিছুদিন উঠবে, ভাইরাল হবে আবার রেশ কেটে গেলে মরেও যাবে। ওষুধ হল সত্যিকারের গান। তবে এত ভালো, কেননা সবথেকে উপকারী জিনিস একটা গরীব মানুষের এর থেকে কোনও উপকার হচ্ছে এটাই বড় ব্যাপার”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here