৪০ বছরেও মেলেনি জাতীয় পুরস্কার! ‘তেল না মারলে পুরস্কার পাওয়া যায় না’, ক্ষোভ উগড়ে দিলেন কুমার শানু

কুমার শানু

কুমার শানু (Kumar Sanu) হল নব্বইয়ের দশকে অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী। আমাদের বাঙালিদের আবেগ। বলিউডে নিজের সুরেলা কণ্ঠে অসংখ্য আইকনিক গান গেয়েছেন। ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র মতো কালজয়ী গান দর্শকদের উপহার দিয়ে এবং সুরেলা কণ্ঠের জন্য পেয়েছেন অগাধ ভালোবাসাও।

 তবে চার দশকের দীর্ঘ কেরিয়ারে সবকিছু পাওয়ার মাঝেও গায়ক কুমার শানুর জীবনে একটা আক্ষেপ রয়ে গেছে। সেটা হল জাতীয় পুরস্কার। আজ পর্যন্ত একটা জাতীয় পুরস্কার তিনি পেলেন না।

চলতি বছরে আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানের গায়ক কালা ভৈরব জাতীয় পুরস্কার পেলেন, মেয়েদের মধ্যে শ্রেয়া ঘোষাল সম্মান করা হয়েছে। বাংলা মেয়ে অস্কারজয়ী দেখে গর্বিত শানু। তবুও কোথাও একটা খারাপ লাগা র‍য়েই গেল।

সেই আক্ষেপ নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিলেন গায়ক। তিনি বলেন, “আমারও জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল। পদ্মভূষণও পাওয়া উচিত ছিল। যদিও এসব নিয়ে এখন ভাবি না। তবে খারাপ তো লাগে, কষ্ট হয়। একটা জিনিস এখন স্পষ্ট বুঝে গেছি তেল দেওয়ার ক্ষমতা না থাকলে এসব পুরস্কার পাওয়া যায় না। তেলের মাথায় তেল দেওয়ার মানসিকতা যদি থাকে তাহলেই জাতীয় পুরস্কার পাওয়া যায়।”

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here