মুম্বই হাই কোর্টে প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানির মামলা করলেন গায়ক কুমার শানু। এমনকি বড় অঙ্কের ক্ষতিপূরণের দাবিও করেছেন শানু। কিন্তু আচমকা প্রাক্তন স্ত্রীয়ের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নিলেন গায়ক?
বেশ কিছু মাস আগে এক সাক্ষাৎকারে কুমার শানুকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন রীতা। কুমার শানুর বিরুদ্ধে রীতার দাবি, তার প্রাক্তন স্বামী অর্থাৎ কুমার সানু তাকে ভীষণভাবে অত্যাচার করতেন। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে দিনের পর দিন না খেয়ে রেখে দিতেন। সন্তান জন্মের পরেও সেই অত্যাচার ছিল অব্যাহত। শানুর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক আছে বলেও জানিয়েছিলেন তিনি।
এবার রীতার অভিযোগের পালটা জবাব দিলেন গায়ক। গত সেপ্টেম্বরে আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে আইনি নোটিস পাঠিয়েছিলেন তিনি। সানা সেই আইনি নোটিসে রীতার অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
বর্তমানে শানুর দাবি, বিভিন্ন জায়গায় প্রকাশিত রীতার ওই সাক্ষাৎকার মুছে ফেলতে হবে। তাঁর স্ত্রী যে মিথ্যা অভিযোগ করেছেন, যার ফলে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে, মানসিক চাপের মধ্যে পড়তে হয়েছে তাকে। তারজন্য রীতার কাছ থেকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করলেন কুমার শানু।
বিগত ৪০ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে মেলোডি গানে সকলকে মুগ্ধ করে রেখেছেন কুমার শানু। কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে দর্শকের কাছে তার ভাবমূর্তি নষ্ট হয়ে যাক সেটা তিনি কোনভাবেই চান না সেই কারনেই হাই কোর্টের দ্বারস্থ হলেন গায়ক।

