স্টার জলসার ‘রাখি বন্ধন’ সিরিয়ালের কথা মনে পড়ে? এই সিরিয়ালে দুই খুদে ছোটপর্দার দর্শকদের মাতিয়ে রেখেছিল। রাখি আর বন্ধন দুই ভাইবোনের গল্প পর্দায় ব্যাপক সাড়া ফেলেছিল সেই সময়। রাখি চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী কৃত্তিকা চক্রবর্তী এবং বন্ধন চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী সোহম।
দুজনেই এখন অনেক বড় হয়ে গেছে। তবে দর্শক তাদের ভীষণ মিস করে । যারা রাখি বন্ধনের সেই ছোট খুদেদের মিস করছেন তাদের জন্য রয়েছে বিরাট সুখবর।
ফের বহুবছর পর পাকাপাকি ভাবে আবার প্রধান সারির চ্যানেলে ফিরছে ছোট রাখি ওরফে শিশু অভিনেত্রী কৃত্তিকা চক্রবর্তী। তবে এবার জি-বাংলার নতুন ধারাবাহিকের হাত ধরে ফিরতে চলেছে কৃত্তিকা।
জি-বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘দাদামনি’। এই ধারাবাহিকেও ভাই আর বোনেদের মধ্যে গল্প ফুটে উঠবে। বড় দাদা এবং তার তার চার বোনের সম্পর্ক দেখানো হবে।
বড় দাদার চরিত্রে থাকবেন অভিনেতা প্রতীক সেন। এবং চার বোনের মধ্যে এক বোনের ভূমিকায় দেখা মিলবে ‘রাখি বন্ধন’ খ্যাত কৃত্তিকাকে। ইতিমধ্যে সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই খুশি হয়েছেন ভক্তরা।