কিছুদিন আগেই অসুস্থ হয়ে ‘মিঠিঝোরা’ ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্য়ায়। যিনি সার্থকের বাবার চরিত্রে অভিনয় করছিলেন। শিরদাঁড়ায় অস্ত্রোপচার হওয়ায় ধারাবাহিক ছাড়তে বাধ্য হয়েছিলেন অভিনেতা।
গল্পে অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্য়ায়ের জায়গায় আনা হয়েছিল অভিনেতা বিপ্লব দাশগুপ্তকে। সেই সময় সকলেই মন খারাপ জানিয়েছিলেন। স্রোতের শ্বশুরমশাইয়ের চরিত্রে কৃষ্ণকিশোর ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারছিলেন না।
তবে শোনা যাচ্ছে আবারও মুখ বদল হতে চলেছে। আবারও ধারাবাহিকে ফিরচ্ছেন অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্য়ায়। শোনা যাচ্ছে বিপ্লব দাশগুপ্ত আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন। তাই শুটিং করতে পারছেন না। যার জন্য আবারও ফিরিয়ে আনা হচ্ছে আগের মুখকেই। এবার থেকে স্রোতের শ্বশুরমশাইয়ের চরিত্রে দেখা যাবে কৃষ্ণকিশোরকে। এই খবরে অনেকেই খুশি হয়েছেন তো আবার বিপ্লব দাশগুপ্তের সুস্থতা কামনা করছেন।