‘বাবু… বাবু রে… বাবু…’, এই ডায়লগ টা হয়তো আজীবন মনে রাখবেন সিরিয়ালপ্রেমীরা। বাবুউ এর মাকে দর্শক অত সহজে ভুলতে পারবেন না। সিরিয়াল শেষ হলেও বেশ কিছু চরিত্র, দর্শকের স্মৃতিতে রয়েছে যায়। ঠিক যেমন নিম ফুলের মধু’র কৃষ্ণা চরিত্রটি।
ধারাবাহিকে কৃষ্ণা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। এক কথায়, তিনি একজন দক্ষ শিল্পী। পর্ণার শাশুড়ির চরিত্রে নজরকাড়া অরিজিতা মুখোপাধ্যায়। বাবুর মা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি।
কৃষ্ণা চরিত্রটি অভিনেত্রীর জীবনটা পাল্টে দিয়েছে। তাই কৃষ্ণাকে কোনোদিনও ভুলতে পারবেন না অরিজিতা। টানা আড়াই বছরের জার্নি কম কথা নয়। তাই শুটিংয়ের শেষ দিনে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ অভিনেত্রী।
নিম ফুলের মধুর দুটি ছবি শেয়ার করে কৃষ্ণা ওরফে অরিজিতা লেখেন, ‘তেঁতো টুকু পার করে মিঠের হদিশ পেলাম, নিম ফুলের মধুর স্বাদ চিরন্তন হয়ে থাক। বিদায় দত্ত বাড়ি…কৃষ্ণা তোমাকে ভুলবেনা।’