জি-বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি ‘নিম ফুলের মধু’ (neem phuler madhu)। বাংলার দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। নিত্যনতুন চমক দেখিয়ে টিআরপির স্থান দখল করে রেখেছে। বর্তমানে ধারাবাহিকে প্লটে দেখানো হচ্ছে সৃজনের বোন বর্ষা বিপদের মুখে।
অয়ন এবং মৌমিতার পর এবার বর্ষাও বগার ষড়যন্ত্রের শিকার। বর্ষার নিজের জেদে ভিখারি সেজে যায়। বগার বুঝতে পারে কোনও গণ্ডগোল আছে। পুলিশ দেখে সে প্ল্যান করে। এক মহিলা শাগরেদের সঙ্গে প্ল্যান বানায় সে পুলিশ দেখে দৌড়বে এবং বর্ষাকে মহিলা শাগরেদ তুলে নিয়ে যাবে। প্ল্যানমাফিক তারা বর্ষাকে তুলে নিয়ে যায়।
সৃজন আর পর্ণা খুঁজে পায় না বর্ষাকে। সৃজন পর্ণাকে সাহস দেয় তারা সবটা সামলে নেবে। দত্ত বাড়িতে আসার পর কৃষ্ণা পর্ণাকে বর্ষার ব্যাপারে জিজ্ঞেস করতেই পর্ণা কেঁদে ফেলে এবং সম্পূর্ণ ঘটনা সকলকে খুলে জানায়। বর্ষার অবস্থার কথা শুনে ভীষণ রেগে যায় কৃষ্ণা। কৃষ্ণ সৃজনকে বলে ‘তুই কীভাবে নিজের বোনকে এত বড় বিপদে ফেললি? সৃজন তার মাকে জানায় বারণ করা সত্ত্বেও বর্ষা সেখানে গেছে। সৃজনের মুখের কথা শেষ না হতেই সৃজনের গালে সপাটে চড় মারে কৃষ্ণা। সৃজন বাড়ির সকলকে কথা দেয় যেভাবেই হোক বর্ষাকে খুঁজে আনবে সে।