টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে শুধু অভিনয় নয়, তার পাশাপাশি নানান সেবামূলক কাজ করতেও ভালবাসেন অভিনেত্রী। দক্ষিণ কলকাতার এমনই এক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত অভিনেত্রী যার নাম ‘ঈশ্বর’। এই সংস্থায় এমন অনেকে থাকেন যাদের হয়তো স্মৃতি হারিয়েছে, শারীরিক ভাবে সুস্থ নন, কারোর হয়তো বাড়ির ঠিকানা মনে নেই।
তবে চলতি বছরে ভাইফোঁটার অনুষ্ঠান একটু অন্যরকম ভাবে কাটালেন টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। মঙ্গলবার ‘ঈশ্বর’ নামক ওই সংস্থার বিশেষ ভাবে সক্ষম সদস্যদের ভাইফোঁটা দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানেরই বিশেষ মুহূর্তকে ফ্রেমবন্দি করতে একটি রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নায়িকা। কিন্তু এ এক চমৎকার ঘটনা। অভিনেত্রীর পোস্ট করা ভিডিও দেখেই হারিয়ে যাওয়া ছেলে সুজয়কে খুঁজে পেল মুর্শিদাবাদের এক পরিবার।
এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে টলি অভিনেত্রী কোয়েল বলেন, “আমি ম্যাজিকে বিশ্বাস করি। মনে করি সবটাই ভাগ্যে লেখা থাকে। ঈশ্বর না চাইলে জীবনে কোনওটাই হয় না। আমি তো এখানে নিমিত্ত মাত্র। মনে হয়, আমি ফোঁটা দিতে না গেলেও বা ভিডিয়ো না করলেও এই সময় কোনও না কোনও ভাবে হারানো পরিবারকে খুঁজে পেত সুজয়। কিছু বলার নেই। অবশ্যই খুব ভাল লাগছে। সত্যিই একটা অদ্ভুত অনুভূতি।”
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমার ভাইফোঁটার ভিডিয়ো দেখে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছে তাঁর মুর্শিদাবাদের পরিবার। শুভ দিনে এর থেকে ভাল উপহার আর কিছু হতে পারে না।”
অভিনেত্রীর এই পোস্টের পর তার অনুরাগীরা অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনেত্রীর সেবামুলক কাজের জন্য কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। বলাই যায়, কোয়েল মল্লিক বাংলা ইন্ডাস্ট্রির গর্ব।