‘দাদাগিরি’র মঞ্চে ব্যারাকপুরের ‘দাদা-বৌদি বিরিয়ানি’র কর্ণধার! ফাঁস করলেন আসল দাদা-বৌদি কে?

দাদা-বৌদি বিরিয়ানি

ব্যারাকপুরের জনপ্রিয় ‘দাদা-বৌদি বিরিয়ানি’। অনেকের মনেই এতদিন প্রশ্ন ছিল এত জনপ্রিয় এই দোকানটির নামকরণ ‘দাদা-বউদি’র কারণ কি? কে এই দাদা আর বৌদি? সেই তথ্য ফাঁস হল ‘দাদাগিরি’র মঞ্চে।

‘দাদাগিরি’র মঞ্চে এসেছিলেন জনপ্রিয় ‘দাদা-বৌদি বিরিয়ানি’র কর্ণধার। তিনি সৌরভ গাঙ্গুলির সামনে ফাঁস করেন, এই  ‘দাদা-বৌদি’ আসলে গ্রাহকরা। কারণ গ্রাহকরাই নাম রেখেছেন।

কর্ণধার আরও বলেন, “বাবা ও মা ৩০ বছর আগে দোকান চালু করে। সেই সময় ৩ কিলো মাংসের বিরিয়ানি হত কিন্তু তাও বিক্রি হত না। এখন চারশো-পাঁচশো কিলো মাংস লাগে”।

‘দাদাগিরি’র মঞ্চে ফাঁস হয় সৌরভ গাঙ্গুলির নাকি বিরিয়ানি খেতে গিয়েছিলেন সেখানে। কল্যানী থেকে খেলে সোজা চলে গিয়েছিলেন ওই দোকানে। এই ভিডিওটি বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here