আচমকাই রাতারাতি বন্ধ হল ফের আরও এক জনপ্রিয় মেগা ধারাবাহিক, অবাক দর্শক

কোন সে আলোর স্বপ্ন নিয়ে

আজকাল আচমকাই ঝাঁপ পড়ছে বাংলা মেগা ধারাবাহিকের। ধারাবাহিক ৩-৪ মাস স্থায়ী হয় তা সকলের জানা। আবার টিআরপিতে খুব ভালো ফলাফল করলে তবেই এক বছরের বেশি সময় ধরে চলে মেগা গুলি। তবে আচমকাই ধারাবাহিক বন্ধ হয়ে গেলে মন খারাপ হয়ে পড়ে ভক্তদের।

এবার আরও এক ধারাবাহিকের ইতি ঘটল তবে এই ধারাবাহিক যে শেষ হচ্ছে সেই খবর পাওয়া যায়নি। শুটিংয়ের শেষদিনে আচমকাই ধারাবাহিকের নায়ক শেষের ঘোষণা করলে অবাক হয়ে যান সেই ধারাবাহিকের দর্শকেরা।

এবার বন্ধ হল সান বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী পায়েল দে এবং অভিনেতা তথাগত মুখার্জি। এক ধনী বাড়ির বউয়ের নিজের পায়ের প্রতিষ্ঠিত হওয়ার লড়াই নিয়েই ছিল এই মেগার গল্প।

কোন সে আলোর স্বপ্ন নিয়ে

২০২৪ সালে শেষের দিকে শুরু হওয়া এই মেগা মোটামুটি ভালোই জনপ্রিয়তা লাভ করেছিল সান বাংলার পর্দায়। তবে আচমকাই শেষ হয়ে যাওয়ায় অবাক হতে হচ্ছে দর্শকদের।

ধারাবাহিকের শেষদিনের কিছু ছবি শেয়ার করে তথাগত লেখেন, “”কোন সে আলোর স্বপ্ন নিয়ে”এর চমৎকার যাত্রা অবশেষে শেষ।থেকে গেলো অনেকটা ভালো সময় আর নতুন কিছু সম্পর্ক।সান বাংলা চ্যানেল,টিমের প্রতিটি সদস্য,আর দর্শকদের অফুরান ভালবাসা। আবার দেখা হবে নতুন কোনো চরিত্রে,নতুন কোনো ভাবে।ভালবাসা।”