দেড় বছরের মাথায় আচমকাই বন্ধ হয়ে যেতে পারে জি-বাংলার এই জনপ্রিয় মেগা, বেজায় মন খারাপ দর্শকের

কোন গোপনে মন ভেসেছে

জি-বাংলার আসছে এক নতুন ধারাবাহিক ‘কোনে দেখার আলো’। যার মুখ্য ভূমিকায় রয়েছে অভিনেত্রী নন্দিনী দত্ত এবং সাইনা চট্টোপাধ্যায়। ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে সামনে এলেও সময় সল্ট সামনে আসেনি।

নিয়ম অনুযায়ী, নতুন ধারাবাহিকের জন্য জায়গা ছাড়তে হবে কোনও এক পুরনো মেগাকে। শোনা যাচ্ছে, শ্রুতি আর আরাত্রিকা মাইতির আরো এক নতুন ধারাবাহিক আসতে চলেছে জি-বাংলায়। নতুন ধারাবাহিকের মাঝে কোন নতুন ধারাবাহিকের কপাল পুড়তে চলেছে?

কোন গোপনে মন ভেসেছে

অফিসিয়ালি এখনো কিছু ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, এবার বন্ধ হয়ে যেতে পারে জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। ২০২৩ সালে ডিসেম্বর মাসে শুরু হওয়া এই ধারাবাহিক সাফল্যের সাথে দেড় বছর ধরে পর্দায় সম্প্রচার হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে এবার নাকি এই মেগা ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে। যদিও এখনো চূড়ান্ত নয়। তবে খবর শোনা মাত্র সিরিয়ালের দর্শকদের মন খারাপ।