দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সল্ট পেল শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতির নতুন মেগা ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। রাত ৯টার স্লট দেখা যাবে এই মেগা ধারাবাহিকে অর্থাৎ চিরসখার বিপরীতে লড়বে এই নতুন মেগা।
দুই বোনের গল্প বলবে এই নতুন মেগা। একেবারেই অন্যরকম ধারাবাহিক হতে চলেছে। আশা করা যাচ্ছে, ভালো টিআরপি আসতে পারে। ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ‘জোয়ার ভাঁটা’। এবার দেখার বিষয় হাইভোল্টেজ ড্রামা চিরসখার সাথে লড়াইয়ে টিকে থাকতে পারে কিনা?
তবে এই নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে গেল আরেক জনপ্রিয় মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’। শ্যামলী আর অনিকেতে গল্প ফুরলো। খুব সম্ভবত শ্যামলী মা হওয়া দেখিয়ে বন্ধ হবে। হ্যাপি এন্ডিং দেখিয়ে গল্প সমাপ্ত করবেন নির্মাতারা। তবে আচমকাই কোন গোপনে শেষ হওয়ার মন ভেঙেছে ভক্তদের।