শেষ হচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’! তার মাঝেই শ্বেতাকে ঘিরে নতুন সুখবর

শ্বেতা ভট্টাচার্যে

২০২৩ সালের ডিসেম্বরে শুরু হওয়া জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হতে চলেছে। সুত্রের খবর, জুলাই মাসেই ইতি টানবে এই মেগা।

একসময় বাংলা টেলিভিশনে এবং টিআরপি তালিকায় দুটোতেই রাজত্ব করেছিল। নিঃসন্দেহে শ্বেতা আর রনজয়ের জুটিকে মিস করবেন দর্শক। তবে শুরু হলে শেষ তো হবেই। তাই উপায় না থাকলেও দর্শকদের বিদায় জানাতে হবে এই মেগাকে।

তবে এই মুহূর্তের বড় আপডেট মিলছে শ্বেতাকে ঘিরে। ধারাবাহিক শেষ হওয়ার আগেই সুখবর এলো তাকে নিয়ে। যদিও অভিনেত্রী নিজে এখনো কোনও কিছু ফাঁস করেননি। শোনা যাচ্ছে, দর্শকদের খুব বেশি অপেক্ষা করাবেন না শ্বেতা ভট্টাচার্য। ধারাবাহিক শেষ হতেই নাকি নতুন প্রোজেক্ট নিয়ে পর্দায় ফিরবেন শ্বেতা। গুঞ্জন শোনা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্যের নতুন ধারাবাহিকের জন্য প্রস্তুতি নাকি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।