চিরসখা ধারাবাহিকে কমলিনী ও স্বতন্ত্রের মাঝে ‘পার্বতী’ চরিত্র নিয়ে নেটপাড়ায় তুমুল বিতর্ক। একের পর এক কু-মন্তব্যে দেয়ে এসেছে অভিনেত্রীর দিকে। এই মুহুর্তে ‘পার্বতী’ চরিত্রে দর্শক দেখছে অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়কে।
ধারাবাহিকের গল্পের বাইরে অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের কটাক্ষে অতিষ্ঠ হয়ে উঠেছেন কমলিকা। কেউ অভিনেত্রীর মোটা চেহারা নিয়ে কথা বলেছেন, কেউ আবার চরিত্র নিয়ে।
মহালয়ার দিন থেকে ‘চিরসখা’র শুটিং শুরু করেন অভিনেত্রী। কমলিকা জানালেন ২৬ বছরের অভিনয় জীবনে মোট ৯৭টি ছবিতে অভিনয় করেছেন। এমনকি এরআগে বহু ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। কিন্তু কখনও তাঁকে এমন বাজে মন্তব্য সহ্য করতে হয়নি।
কমলিকার কথায়, “হাতে মুঠোফোন পেয়ে যা খুশি তাই করা সম্ভব। আর সবচেয়ে খারাপ লাগছে একটাই কথা ভেবে, যারা খারাপ মন্তব্য করছেন তাদের ৯০ শতাংশ মহিলা।”
সমাজমাধ্যমে অভিনেত্রীর ‘পার্বতী’ লুকের ছবি শেয়ার করে নিয়ে কোন একজন নেটিজেন লিখেছেন, “আপনার চরিত্র কেমন জানা আছে!”
কটাক্ষের বিরুদ্ধে পালটা জবাব দিতে কমলিকা বলেন, “প্রথম দু’দিন খুব বিরক্ত লেগেছিল। কিন্তু তার পর সব ঝেড়ে ফেলে শুটিং ফ্লোরে যাই। খুবই আহত হয়েছি এই সব মন্তব্যে। তবে এখন করুণা হয় যাঁরা কুমন্তব্য করেন তাঁদের জন্য।”
কমলিকা আরও বলেন,“৪৭ বছর বয়সে চেহারার গড়নের পরিবর্তন তো আসবেই। তা নিয়ে কী করে প্রশ্ন তোলা যায়?” আগামীদিনে এমন কু-মন্তব্যের উচিৎ জবাব দিতেও পিছপা হবেন না অভিনেত্রী এমনটাই জানিয়েছেন কমলিকা।

