শুরু হয়েছে ডান্স বাংলা ডান্স। চলছে অডিশন পর্ব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবার প্রতিযোগীরা আসছেন তাদের প্রতিভা তুলে ধরার জন্য। এবার প্রতিযোগিতায় রয়েছে কলকাতার এক লেডি কনস্টেবল। নাম সায়ন্তী।
অডিশন পর্বেই নিজের নাচের মাধ্যমে মহাগুরু থেকে বিচারকদের মন জয় করে নিয়েছে। মিঠুন চক্রবর্তী থেকে লাল গোলাপ পান। এরপরেই তার আসল পরিচয় বেরিয়ে আসে। শুভশ্রী গাঙ্গুলি তাকে প্রশ্ন করেন তিনি কী করেন?
উত্তরে প্রতিযোগী সায়ন্তী বলেন, ‘আমি লেডি কনস্টেবল, হেয়ার স্ট্রিট থানায় পোস্টেড। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে আছি।’ তার কথা শুনে অবাক হয়ে যায় শুভশ্রী। বলে ওঠে, , ‘যদি নির্বাচিত হও তাহলে তোমার পুলিশের চাকরির কী হবে?’ উত্তরে সায়ন্তী বলে, ‘আমি এটা বলে রাখতে চাই আমার ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ সহ আমি যে থানায় রয়েছি আমার অ্যাডিশনাল ওসি ম্যাডাম, ওসি ম্যাডাম, এবং বাকি সমস্ত অফিসার্সরা প্রত্যেকে ভীষণ ভীষণ সপোর্টিভ এসব কালচারাল বিষয়ে।’
সে আরও বলে, ‘যেহেতু আমরা ফোর্সের ডিউটি করি সেহেতু এটা একটা প্রটোকলের মধ্যে পড়ে, আপনারা সবাই জানেন দুর্গাপুজোয় প্রত্যেকে আনন্দ করে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি। আমরা নয়, গোটা পুলিশ ফোর্স, আর্ম ফোর্স সবাই। আমার গত বছরের পুজোর ছুটি জমিয়ে রাখা ছিল, আমরা পরবর্তীতে একটু ছুটি পাই সেটা নিয়ে এখানে আসা হয়েছে। ডিপার্টমেন্টের অনুমতি নিয়েই এসেছি।’ তার কথায় মুগ্ধ হয়ে যায় শুভশ্রী।
View this post on Instagram