আরও একবার বড়পর্দায় ৮০-এর শতকের পরমা। পরমা রূপে ফিরছেন অভিনেত্রী অপর্না সেন। সুমন ঘোষ দ্বারা পরিচালিত সিনেমাটির নাম ‘পরমা- আ জার্নি উইথ অপর্ণা সেন’। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী। এছাড়াও অন্যান্য বাকি চরিত্রে রয়েছেন কঙ্কনা সেন শর্মা, শাবানা আজমী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।
চলতি বছরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এই ছবি। তবে বড়পর্দায় আগামী বছরেই মুক্তি পেতে চলেছে এই ছবি। আসন্ন ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে অপর্না সেন বলেছেন, ‘সুমন (পরিচালক) আমাদের অনেকদিনের বন্ধু। আমি, আমার মেয়ে, আমার স্বামীর সঙ্গে খুব ভালো সম্পর্ক। বিশেষ করে আমরা কে কোন বই পড়ছি। সেই বিষয়ে বই দেওয়া নেওয়া হতেই থাকে।’
পাশাপাশি কলকাতা শহর নিয়ে নিজের কিছু মতামত জানিয়েছেন অভিনেত্রী। অপর্না সেনের কথায়, আমরা যখন ছোট ছিলাম শহর শহরের মধ্যে এক ধরনের মজা ছিল, বুদ্ধিদীপ্ত একটা ব্যাপার ছিল। সেসব উঠে গিয়ে এক পাতি মধ্যবিত্ত অনেকটা ডেইলি শোপের শহর হয়ে গেছে কলকাতা। যা আমার একেবারেই ভালো লাগে না। শহরের প্রতি আমার ভালোবাসা অনেকটাই কমে গেছে।’
জানা যায়, অপর্ণার সঙ্গে সুমনের কথোপকথনের সূত্র ধরে তৈরি হয়েছে পরমা। এবার বড়পর্দায় পরমা কতটা সাফল্য পায় তার অপেক্ষায় রয়েছে দর্শক।
মাত্র ৩ বছর বয়সে অভিনয়ে জগতে আসা। ১৬ বছর বয়সে সত্যজিৎ রায় পরিচালিত ‘তিন কন্যা’ ছবি দিয়ে কেরিয়ার শুরু। একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি সেই সাথে পরিচালক হিসেবেও অবদান রয়েছে তার। ‘৩৬ চৌরঙ্গি লেন’, ‘পরমা’, ‘ইতি মৃণালিনী-র মতো সিনেমা উপহার দিয়ে দর্শক মনে ছাপ ফেলেছেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্না সেন।