কলকাতায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত, পজিটিভ রিপোর্ট

kolkata corona

বাংলায় এই প্রথম থাবা বসাল করোনা। কলকাতায় এক ১৮ বছর তরুণের করোনার রিপোর্ট পজেটিভ। যুক্তরাজ্যে ফেরত যুবকের শরীরের নভেল করোনাভাইরাস দেখা মিলল। মঙ্গলবার এই তরুণের রিপোর্ট পজেটিভ দেখা দিল। ইংল্যান্ডের একটি বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দু’দিন আগে শহরে ফেরেন এই শিক্ষার্থী। বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই যুবক।

যুক্তরাজ্যে থেকে ১৫ ই মার্চ কলকাতার এই যুবক  শহরে ফেরেন। বিমানবন্দরে স্ক্রিনিং এর সময় করোনার কোন উপসর্গ তার শরীরের ধরা পড়েনি। তবে দেশে ফেরার আগে তিনি যুক্তরাষ্ট্রের বন্ধুদের সঙ্গে পার্টিতে গিয়েছিন। শহরে ফেরার পর গত রবিবার তিনি জানতে পারেন যুক্তরাষ্ট্রের সেই পার্টিতে তার সঙ্গে উপস্থিত কয়েকজনের করোনাভাইরাসের আক্রান্ত। এই খবর পাওয়া মাত্র সে তার বাড়িতে জানালে তারা স্বাস্থ্য ভবনে জানান।

সূত্রে শোনা যায় যুক্তরাজ্যে ফেরত এই তরুণকে স্বাস্থ্য ভবনে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। তবে তিনি বা তার পরিবার সেই নির্দেশ মানেননি। ধীরে ধীরে যুবকের শরীরে হানা দেয় এই ভাইরাস। তাকে সোমবার হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হয় তবে তিনি মঙ্গলবার সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। তার রিপোর্টে করোনাভাইরাস ধরা পড়ে।

ইতিমধ্যেই তার বাবা- মা ও গাড়ি চালককে আইসোলেশনে রাখা হয়েছে। আর এই তিনদিন এই তরুণ যাদের সঙ্গে মিশেছে তাদের খোঁজা চলছে।

বাংলা করোনা আক্রন্ত এই প্রথম ব্যক্তি। ভারতে এখনও পর্যন্ত ১৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। কলকাতার আক্রান্ত এই তরুণের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে, জানা যায় সেখানকার চিকিৎসকদের কাছ থেকে। তবে তাকে আলাদা কেবিনে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে।

[“সূত্রঃ- ndtv.com“]

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here