মা হয়ে বড় সিদ্ধান্ত নিলেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক

লাখ টাকার লক্ষ্মীলাভ সিজেন ১ সাফল্য পাওয়ার পর এই শো এর দ্বিতীয় শো নিয়ে পর্দায় হাজির হয়েছেন সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তী। সম্প্রতি তার শোতে উপস্থিত ছিলেন টলি কুইন কোয়েল মল্লিক।

আর এই মঞ্চে এসে কোয়েল এমন এক সিদ্ধান্ত নিল যা দেখে তাকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। ১৫ সেপ্টেম্বর থেকে এই শো আসতে চলেছে নতুন রুপে। আর প্রথম পর্বেই আপনারা কোয়েলকে দেখতে পারবেন।

এই অনুষ্ঠানে খেলতে এসেছিলেন এক মহিলা। এই শোতে সেই মহিলা আসার একমাত্র কারণ মেয়ের চিকিৎসা। এক লাখ টাকা জেতার আশায় আসেন। মহিলারটির মেয়ের মূত্রনালীতে সংক্রমণ। চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচার প্রয়োজন। তাই অপারেশনের খরচ জোগাতেই এই শোয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি।

দুর্ভাগ্যবশত, তিনি হেরে যান। আর তারপরেই দেখা যায় সেই অসহায় মহিলার পাশে এসে দাঁড়ান সেখানে উপস্থিত স্পেশাল অতিথি কোয়েল মল্লিক। মহিলাকে স্টেজে ভেঙে পরতে দেখে কোয়েল তাকে আশ্বাস দেন তার মেয়ের সমস্ত চিকিৎসার খরচ দেবেন কোয়েল। কোয়েল জানান যে তিনি ওই শিশুর অস্ত্রোপচারের সব দায়িত্ব নেবেন।

কোয়েল নিজেও দুই সন্তানের মা। তাই সন্তানের কষ্টে মায়ের কতটা কষ্ট সেটা হয়তো অভিনেত্রী নিজেও উপলব্ধি করতে পেরেছেন আর তাই মঞ্চে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নেন অভিনেত্রী।