সুখবর! ঘরে এলো নতুন সদস্য, দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক

মহালয়ার দিনেই সুখবর জানিয়েছিলেন টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক। দ্বিতীয়বার মা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ২০২০ সালে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। কবির আসার পর তার জীবনটাই পাল্টে গিয়েছিল।

৪ বছর পর দ্বিতীয় সন্তান আসার সুখবর দেন। অবশেষে সেই সুখবর সামনে এলো। বছর শেষের আগেই কোয়েল ঘরে ফের নতুন সদস্য।

দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম দিলেন কোয়েল। শনিবার সকালে অর্থাৎ আজ ১৪.১২.২৪ -এ সোশ্যাল মিডিয়ায় একটি ডিজিটাল কার্ড শেয়ার করে কোয়েল লেখে, ‘আমরা একটি কন্যা সন্তান পেয়েছি’। অভিনেত্রীকে সুখবর জানিয়েছেন তার ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

Previous articleJeetbuzz অ্যাপের কার্যকারিতা
Next articleসুখবর! বিয়ের আগেই অহনার ঘরে এলো নতুন সদস্য
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।