জি-বাংলার পর্দায় এই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন আরাত্রিকা মাইতি ও শ্রুতি দাস। সম্প্রতি নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাটা’র প্রোমো মুক্তি পেয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিক শুরু হওয়ার আগে থেকেই সিরিয়ালের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আরাত্রিকা এবং শ্রুতি।
তবে সম্প্রতি শ্রুতির পোস্টে অবাক নেটিজেন। শ্রুতি লেখেন, ‘ভালো কাজ জেনেও বিশেষ লাভ হয় না’, আচমকা এমন কথা কেন বললেন অভিনেত্রী? ধারাবাহিকের প্রোমোর শুটিংয়ের ফাঁকেই আরাত্রিকা এবং পরিচালক রাজার চন্দের সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করেন শ্রুতি।
ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয় পরিচালকদের তালিকায় যোগ হলেন রাজা চন্দ। তোমার সঙ্গে কাজ করে আবারও প্রমাণ পেলাম ভালো মানুষ না হলে ভালো কাজ জেনেও বিশেষ লাভ হয় না। বড় পর্দায় কাজ হবে কখনও, তখন আবার এমন হৈ হৈ করে একসঙ্গে কাজ করব।’ ছবিগুলি পোস্ট করে পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ শ্রুতি।
View this post on Instagram