সুখবর! ঘরে আসছে ছোট সদস্য, মা হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী

কিয়ারা আদবানি

বলি পাড়ায় সকাল সকাল খুশির খবরে ভাসছেন নেটিজেনরা। মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবানি। হ্যাঁ,  সিদ্ধার্থ মালহোত্রা পরিবারে খুব শীঘ্রই নতুন সদস্য আসতে চলেছে।

প্রথম সন্তান আসার সুখবর নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সিদ্ধার্থ-কিয়ারা।  হাতে একটি শিশুর মোজা ধরার মিষ্টি ছবি দিয়ে সুখবর শেয়ার করে নিলেন।

কিয়ারা আদবানি

ছবি দিয়ে দম্পতি পোস্টের ক্যাপশনে লেখেন, আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শিগগিরই আসছে’। যদিও কবে আসছে নতুন সদস্য সেটা জানা যায়নি। পোস্ট শেয়ার করা মাত্র ইন্ডাস্ট্রির সকলে অভিনেতা-অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)