প্রয়াত রান্নাঘরের সম্রাজ্ঞী শুক্লা মুখোপাধ্যায়। গতকাল শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্লা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার এবং গুণমুগ্ধরা। তাঁকে হারিয়ে শোকে পাথর উত্তরসূরী সুদীপা চট্টোপাধ্যায়।
ফেসবুকে পোস্ট করে সুদীপা লেখেন, “রান্নাঘর যখন শুরু হয়,তখন আমাদের নতুন সংসারের ভাঁড়ার ছিলো শূন্যপ্রায়। শুক্লাদি- তা টের পেতে দিতো না কখোনো। আজ শুক্লাদিকে নিয়ে,কিছু লিখতে বসে,ভাবনাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এবছর জন্মদিনে wish করতেও ভুলে গেছি। কতদিন তোমার কোনো খোঁজ নিই নি। তোমার তো এত তাড়াতাড়ি যাবার কথা ছিলো না। আমি তোমায় নিয়ে কিছু আজ লিখতে পারবো না”।
রান্না ছিল শুক্লা মুখোপাধ্যায়ের নখদর্পণে। যেকোনো ধরণের সবজি দিয়ে রেঁধে ফেলতেন নানারকমের পদ। তাঁর রান্নার স্টাইলে মুগ্ধ ছিলেন বাঙালি। তাই তো তাঁকে রান্নাঘরে’র ‘কিচেন কুইন’ হিসাবে আখ্যা দেওয়া হয়েছিল।