কিছুদিন আগে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ খান, রানী মুখার্জি সহ আরও কিছু শিল্পীদের জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। আর তারপর থেকে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে নেটপাড়ায়।
নেটিজেনরা কিছু স্বর্ণযুগের কিংবদন্তিদের নাম তুলে ধরেন যাদের এই পুরস্কার পাওয়ার যোগ্য থাকা সত্ত্বেও সেই সম্মান তাদের দেওয়া হয়নি। রাজেশ খান্না, দেব আনন্দ, মধুবালা, ধর্মেন্দ্রের পাশাপাশি যেই নামটি বেশি করে উঠে আসছে সেটি হল কিশোর কুমার।
গায়কের পাশাপাশি তিনি ছিলেন অভিনেতা, সুরকার, এবং পরিচালক। চলতি কা নাম গাড়ি’, ‘পড়োসান’, এবং ‘হাফ টিকিট’ মতো ছবিতে অভিনয় করে সাড়া ফেলেছিলেন একসময়। কিন্তু তার ঝুলিতে আসেনি এই সম্মান। আসা তো দূর তার নামও ওঠেনি। এবার সেই জাতীয় পুরস্কার নিয়েই সামনে এক বিস্ফোরক তথ্য আনলেন কিশোর কুমারের পুত্র অমিত কুমার।
কিশোর পুত্র জানান, “১৯৬৪ সালের ছবি ‘দূর গগন কি ছাও মে’-র জন্য কিশোর কুমার জাতীয় পুরস্কারের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। জাতীয় পুরস্কারের জন্য বিবেচিতও হয়েছিল। কিন্তু সেই সময় মন্ত্রকের এক আধিকারিক পুরস্কার দেওয়ার জন্য উৎকোচ দাবি করেন। দিল্লি থেকে আমার বাবার কাছে ফোন আসে। সেই সময় ‘হকিকত’, ‘দোস্তি’ এবং ‘দূর গগন কি ছাও মে’-এর নাম জাতীয় পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছিল। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, যদি বাবা কিছু দেন, তাহলে তাকে মনোনয়ন পাইয়ে দেওয়া হবে। বাবা বলেছিলেন, ‘আমার ছবির সাফল্য নিয়ে তোমরা কেন মাথা ঘামাচ্ছো? আমার ছবি হিট করেছে, এটাই যথেষ্ট।”
সুত্রঃ https://zeenews . india.com/bengali/entertainment/kishore-kumar-refused-to-give-bribe-a-minister-to-win-national-award-claimed-by-amit-kumar_603038.html