কিরণমালা থেকে লালকুঠি! ধারাবাহিকে খল হোক বা মুখ্য, যেকোনো চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নিতে দারুণ পটু সুন্দরী অভিনেত্রী রুকমা রায়

অভিনেত্রী রুকমা রায়

বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়। ছোটপর্দায় একাধিক সিনেমায় তাঁকে দেখা গেছে। কখনো খলচরিত্র তো আবার কখনো মুখ্য। যেকোনো ধরণের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন এই অভিনেত্রী। তবে এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে প্রশংসনীয় কাজ হল ‘দেশের মাটি’। এই ধারাবাহিক তাঁকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। দর্শকের কাছে তিনি আজও মাম্পি নামেই খ্যাত।

ইন্ডাস্ট্রিতে রয়েছেন প্রায় আট বছর। কলকাতার ন্যাশানাল হাই স্কুল থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করেছেন এই অভিনেত্রী। এরপর বাসন্তী দেবী কলেজ থেকে কমিউনিকেটিভ ইংলিশ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ইন্ডাস্ট্রিতে প্রবেশ ‘কিরণমালা’ ধারাবাহিকের হাত ধরে। এই ধারাবাহিকের হাত ধরে শৈশবের সেই রূপকথার গল্পই টিভির পর্দায় তুলে ধরেছিলেন রুকমা। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়ে যায় দর্শক।

‘প্রতিদান’ ‘খড়কুটো’য় তাঁর নেগেটিভ চরিত্র বেশ নজর কাড়েন দর্শকদের। অনেকেই বলে থাকেন খল চরিত্রে নিজেকে খুব সুন্দর ফুটিয়ে তুলতে পারেন রুকমা রায়। পরবর্তী সময়েও খলনায়িকার চরিত্রে অনেক অফার পেয়েছিলেন এই অভিনেত্রী। তবে যেরকমই চরিত্রে অভিনয় করুক না কেন রুকমা সবেতেই অসাধারণ।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here