যার গানের জাদুতে মুগ্ধ আট থেকে আশি, যার গলা বাঙ্গালীর কাছে এক অন্যরকমের ইমোশন। তিনি হলেন বাংলার গর্ব জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং। মুর্শিদাবাদ ভ্রমনে অরিজিৎ-এর বাড়ি আর হেঁশেল না দেখে চলে আসবে এমন মানুষ খুব কমই আছে।
সম্প্রতি বাংলার এক নম্বর ইউটিউবার কিরণ মুর্শিদাবাদ দর্শন করতে গিয়ে পৌঁছে গিয়েছিলেন অরিজিৎ সিং এর হেঁশেলে। মনের মানুষ অন্তরাকে সঙ্গে নিয়েই মুর্শিদাবাদ ভ্রমণের ভ্লগ শেয়ার করলেন ‘দ্য বং গাই’। আপামর বাঙালির মতো কিরণেরও অনুপ্রেরণা অরিজিৎ সিং। তাই অরিজিৎ সিং-এর হোটেলে গিয়ে খাবারের রিভিউ দিলেন ইউটিউবার কিরণ।
কিরণ জানান, তিনি নাকি পালকি করে পৌঁছেছিলেন অরিজিৎ-এর হোটেল ‘হেঁশেলে’। সেখানে নাকি মাত্র ৩০ টাকায় পাওয়া যায় পেট ভর্তি খাবার। হেঁশেলে পৌঁছে চিকেন থালি অর্ডার করতেই তার সামনে চলে এসেছিল ডুমুর, ডাল, এঁচোড়, স্যালাড-সহ ঝুরঝুরে সাদা ভাত আর বাটিভর্তি চিকেন দিয়ে সাজানো থালি। হোটেলটির দায়িত্ব রয়েছে অরিজিৎ সিং এর বাবা সুরিন্দর সিংএর উপরেই।
হোটেলের পরিবেশটাও নাকি বেশ সাদামাটা। এখানকার চিকেন থালি খেয়ে নাকি একপ্রকার কেঁদেই ফেলেন কিরণ। জগৎ বিখ্যাত গায়কের হেঁশেলে জনপ্রিয় ইউটিউবার, আর তাকে ঘিরে হেঁশেলের স্টাফেদের মধ্যে চলে সেলফির আবদার। গায়কের বাবার সামনে এমন পরিস্থিতে বেজায় লজ্জা পান কিরন। তবে এই প্রসঙ্গে কিরন জানান, ‘এত সম্মান পেয়ে, ওঁনার পায়ে পড়ে কান্নাকাটি করে, টাইলসে মাথা ঠুকে অরিজিৎ সিং-এর সঙ্গে দেখা করার প্ল্যান আমি ওখানেই গিলে ফেললাম। খাবার ছিল অরিজিৎ সিং-এর মতোই এক নম্বর!’ সবশেষে কিরন জানান, তিনিও এই ধরনের রেস্তোরাঁ খুলতে চান। বিশ্বজুড়ে গানের কনসার্ট থাকলেও জিয়াগঞ্জে থাকলে দিনের একটা সময় হলেও রেস্তোরাঁয় আসেন গায়ক।
View this post on Instagram