বড় চমক! ফিরছে কিঞ্জল, উদয়ের মুখ বদল, উদয়ের পরিবর্তে গল্পে আসছে নতুন নায়ক

কোন গোপনে মন ভেসেছে

জি-বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু। শুরু থেকেই ধারাবাহিকের পছন্দের জুটি শ্যামলী এবং অনিকেত। মাঝে মেগার টিআরপি রেটিং কমে যাওয়াতে ফের গল্পে টুইস্ট আনতে গল্পে চরিত্রের মুখ বদলের সিদ্ধান্ত নিলেন নির্মাতারা।

ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন গল্পে ‘কিঞ্জল’ চরিত্রটি শুরু থেকেই গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। অনিকেতের ভাই ‘কিঞ্জল’ চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা উদয় প্রতাপ সিং। গল্পে দেখানো হয় কিঞ্জল মারা গিয়েছে। তারপর থেকে অভিনেতা উদয় প্রতাপ সিংকে আর দেখা যায়নি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে।

উদয় প্রতাপ সিং

গল্পের আকর্ষণ ফিরিয়ে আনতেই এবারে শোনা যাচ্ছে ধারাবাহিকে ফিরে আসছে কিঞ্জল। জানা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা স্বরূপ দে কে আগামীতে কিঞ্জল চরিত্রে দেখা যাবে। স্বরূপকে এর আগেও জি বাংলার আনন্দী ধারাবাহীকে দেখা গিয়েছে। এবারে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে ফিরতে চলেছেন স্বরূপ।