সুদূর আফ্রিকায় বসে ভারতের ভাষাকে নিজের মাতৃভাষার মতো ভালোবাসেন তানজানিয়ার বাসিন্দা কিলি পল। ভারতের পোশাকআশাক-চালচলন তাদের দেশের থেকে ভিন্ন হলেও ভারতকে নিজের দেশের মতোই শ্রদ্ধা করেন আফ্রিকার দুই ভাই-বোন কিলি ও নিমা পল। আফ্রিকার এর দুই ভাইবোন বর্তমান প্রজন্মের কাছে নয়া সেনসেশন হয়ে উঠেছে।
View this post on Instagram
কিলি পল এবং নিমা পল সুদূর আফ্রিকায় বসে ভারতীয় একাধিক জনপ্রিয় ট্রেন্ডিং হিন্দি গানে অসাধারণ ভাবে লিপ মিলিয়ে রিল বানায়। ভারতে রয়েছে তাদের অগণিত ভক্ত। সোশ্যাল মিডিয়ায় এই দুজন এখন জনপ্রিয়। কিছুদিন আগেই কিলি ও নিমা পল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে তার জনপ্রিয় গানে লিপ মিলিয়ে অভিনব শ্রদ্ধা জানিয়েছেন, যা দেখে মুগ্ধ হয়েছিল নেটিজেনরা।
View this post on Instagram
এবার ভারত থেকে সম্মানিত করা হয় তানজানিয়ার বাসিন্দা কিলি পল’কে। তানজানিয়ার ভারতীয় হাই কমিশন তরফ থেকে বিশেষ সম্মান প্রদান করা হল কিলি পলকে। সেই ছবি নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন কিলি পল।
View this post on Instagram
ইন্সটাগ্রাম সেই ছবি শেয়ার করে তানজানিয়ার কিলি পল লিখেছেন, “তানজানিয়ায় ভারতের হাই কমিশনার কর্তৃক সম্মানিত হওয়ায় আমি খুবই আনন্দিত। স্যার আপনার সাথে দেখা করে আমি আনন্দিত এবং আমার ভারতীয় সমর্থক সকলকে ধন্যবাদ! আমি তোমাদেরকে ভালোবাসি। তোমার ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না। জয় হিন্দ!”।
View this post on Instagram