স্টার জলসার নতুন ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি প্রথম সপ্তাহতেই TRP-এর তালিকায় ভালো সাড়া পেয়েছে। প্রথম সপ্তাহতেই চ্যানেলের প্রথম হয়েছে। তবে ধারাবাহিকের TRP ভালো হলেও এই ধারাবাহিকের কিছু দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথম থেকেই ট্রোলের বন্যা।
খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকে খুকুমণির দাপট দেখে তাকে ‘লেডি মিঠুনদা’ নাম দিয়েছেন দর্শকেরা। বিহানকে কেউ কিছু বললে রীতিমতো প্রতিবাদে ফুঁসে ওঠে খুকুমণি। তবে ধারাবাহিকের গল্পের প্রথম দিয়েই কিছু গাঁজাখুরি রয়েছে।
View this post on Instagram
প্রথমত খুকুমণি হোম ডেলিভারিতে ডিম ভাত ৮০ টাকা, শাপলা চিংড়ি ১০০ টাকা এবং সবজি ভাতও নাকি ৪০ টাকা! আর এই দাম শুনেই দর্শকের মাথায় হাত। সচরাচর এত দাম হয় না। দাম নিয়ে রীতিমতো ট্রোলের মুখে পরে খুকুমণি। কারোর প্রশ্ন, ‘ডিম ভাত ৮০ টাকা! ওটা মুরগির ডিম নাকি ডাইনোসরের ডিম?’ আবার কেউ ট্রোল করে বলেন ‘এটা লীনা পিসির স্পেশ্যাল রেসিপি’
View this post on Instagram
তবে এবার দাম নয় অন্য বিষয় নিয়ে আপত্তি তুলেছেন দর্শকরা। ভাইফোঁটার দিন খুকুমণি বলে সেদিন চোদ্দ শাক খাওয়ার দিন! তবে আসলে কালীপুজোর আগের দিন চোদ্দ শাক খাওয়ার চল আছে। আবার বিহানের মুখে ফানেল চেপে ধরে তাকে জোর করে পায়েস খাইয়ে দেয় খুকুমণি। যা শ্বাসনালীতে খাবার আটকে মৃত্যুও হতে পারে। আর এইরকম ‘গাঁজাখুরি স্ক্রিপ্ট’ নিয়ে অতিষ্ঠ হয়ে পড়ছেন দর্শকরা।
View this post on Instagram
সূত্রঃ ichorepaka . in/khukumoni-helped-bihan-taking-bhaiphonta-also-trolled-for-choddo-sak/