ইদানীং বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ছে হিন্দিতে। হিন্দিতে বেশিরভাগ সিরিয়াল এখন বাংলা ধারাবাহিকের রিমেক। ওগো বধূ সুন্দরী’, ভুতু, বউ কথা কও, মা, সংসার সুখের হয় রমণীর গুণে, ভজ গোবিন্দ, ত্রিনয়নী, পটল কুমার গানওয়ালা, শ্রীময়ী, দ্বীপ জেলে যাই, মোহর, খড়কুটো, মিঠাই এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকের হিন্দি রিমেক হয়েছে।
এবার সেই তালিকায় নাম দিল স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’। হ্যাঁ, খুকুমণি এবার পাড়ি দিল মুম্বাইয়ে।দীপান্বিতা রক্ষিতের ধারাবাহিক এবার হিন্দিতে। ইতিমধ্যেই সামনে এসেছে ‘খুকুমণি হোম ডেলিভারি’র হিন্দি রিমেকের প্রথম ঝলক।
হিন্দি রিমেকের নাম ‘বান্নি চাও হোম ডেলিভারি’। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন হিন্দি জনপ্রিয় অভিনেত্রী উল্কা গুপ্তা। যিনি হিন্দিতে ‘ঝাঁসির রানী’ ধারাবাহিকের অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন। শোনা যাচ্ছে, ধারাবাহিকের বিহানের চরিত্রে অভিনয় করবে ব্যারিস্টার বাবুর অভিনেতা প্রবিষ্ঠ মিশ্র।