বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘খুকুমণি’ দীপান্বিতা রক্ষিত, পাত্র কে?

দীপান্বিতা রক্ষিত

সকাল সকাল সুখবর। টেলিপাড়ায় বাজতে চলেছে বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘খুকুমণি’ খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। খবর ছিল, নতুন ধারাবাহিকে ফিরবেন খুব শীঘ্রই। তারমধ্যেই সামনে এলো অভিনেত্রীর বিয়ের খবর।

কার সাথে গাঁটছড়া বাঁধছেন দীপান্বিতা? সূত্রের খবর, অভিনেত্রী হবু বরের নাম গৌরব দত্ত, যিনি পেশায় পশু চিকিৎসক। বিনোদন দুনিয়ার বাইরের মানুষ তিনি।

জানা যায়, দীপান্বিতা এবং গৌরব দুজনেই নাকি বাঁকুড়ার বাসিন্দা। অভিনেত্রীর সারমেয় চিকিৎসার সূত্রের যোগাযোগ চিকিৎসক গৌরবের সাথে। সেখান থেকেই প্রেমের সুত্রপাত।

আপাতত আইনি বিয়ে সারতে চলেছেন দীপান্বিতা। সামাজিক বিয়ে এখন করবেন না। আর হাতে মাত্র কিছুদিনের অপেক্ষায়। তারপরেই প্রেমিক গৌরবের সাথে বিবাহ বন্ধনে বাঁধা পরতে চলেছেন অভিনেত্রী।

Previous article70 টি সেরা ভ্রমণ নিয়ে উক্তি যা জীবনে অনুপ্রেরণা যোগাবে
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।