সকাল সকাল সুখবর। টেলিপাড়ায় বাজতে চলেছে বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘খুকুমণি’ খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। খবর ছিল, নতুন ধারাবাহিকে ফিরবেন খুব শীঘ্রই। তারমধ্যেই সামনে এলো অভিনেত্রীর বিয়ের খবর।
কার সাথে গাঁটছড়া বাঁধছেন দীপান্বিতা? সূত্রের খবর, অভিনেত্রী হবু বরের নাম গৌরব দত্ত, যিনি পেশায় পশু চিকিৎসক। বিনোদন দুনিয়ার বাইরের মানুষ তিনি।
জানা যায়, দীপান্বিতা এবং গৌরব দুজনেই নাকি বাঁকুড়ার বাসিন্দা। অভিনেত্রীর সারমেয় চিকিৎসার সূত্রের যোগাযোগ চিকিৎসক গৌরবের সাথে। সেখান থেকেই প্রেমের সুত্রপাত।
আপাতত আইনি বিয়ে সারতে চলেছেন দীপান্বিতা। সামাজিক বিয়ে এখন করবেন না। আর হাতে মাত্র কিছুদিনের অপেক্ষায়। তারপরেই প্রেমিক গৌরবের সাথে বিবাহ বন্ধনে বাঁধা পরতে চলেছেন অভিনেত্রী।

