সময় যত এগোচ্ছে সারেগামাপা’র মঞ্চে চ্যালেঞ্জ বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে বাঁকুড়ার ভাদুলের মেয়ে আরাত্রিকা সঙ্গে সুবিচার না হওয়ায় অভিযোগ জানিয়েছিলেন দর্শকেরা।
চলতি সপ্তাহে আরও বর চ্যালেঞ্জের মুখোমুখি হবে আরাত্রিকা। অরিজিৎ সিংয়ের বাংলা গান ‘দেখো আলোয় আলোয় আকাশ’ গানটি গাইতে দেখা যাবে তাকে। রবিবার বিশেষ পর্বে অরিজিত সিং আর শ্রেয়া ঘোষালের গানেই একে অপরকে টেক্কা দেবে প্রতিযোগীরা।
তাদের মধ্যে আরাত্রিকা খাদ ছবির এই জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতাবে। সেই ছোট ভিডিও সামনে আসতেই আরাত্রিকার গানে মুগ্ধ হয়ে পড়েন ভক্তরা।
View this post on Instagram