খড়ি এখন অতীত! ‘গাঁটছড়া’য় পুলিশ অফিসার লুকে বনির অ্যাটিটিউডে মুগ্ধ দর্শক

গাঁটছড়া

এই মুহূর্তে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে টানটান উত্তেজনার পর্ব চলছে। মারা গিয়ে নতুন রুপে ফিরে এসেছে খড়ি। যার নাম ঈশা। অন্যদিকে এই একবছর অনেকেটাই পরিবর্তন হয়ে গিয়েছে বনি। সে এখন একজন বড় মাপের একজন পুলিশ অফিসার। টমবয় বনির ছোট ছোট চুল পরিবর্তে এখন চুল বড় হয়েছে। অফিসারের লুকে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে বনি চরিত্রে অভিনেত্রী অনুষ্কা।

‘গাঁটছড়া’ ধারাবাহিকে সাম্প্রতিক একটা দৃশ্য দেখা গিয়েছে ঈশা পিছন থেকে ঘুরে রয়েছে এবং তার পেছনদিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে তারই বোন বনি। এই দৃশ্য বনির অ্যাটিটিউড দেখে রীতিমতো পাগল অনুরাগীরা।

গাঁটছড়া

বলাই বাহুল্য, খড়ির পাশাপাশি এখন দর্শককে মুগ্ধ করছে বনি’র লুক। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বনি’র অ্যাটিটিউটাই আলাদা লেভেলের। অনুষ্কা প্রত্যেকটা শেড খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে পর্দায়”।

YouTube video player

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here