আপনাদের আগেই জানিয়েছিলাম সান বাংলায় আসছে এক নতুন ধারাবাহিক। যার নাম ভূমিকায় থাকবেন অভিনেত্রী খেয়ালী মন্ডল এবং অভিনেতা সৈয়দ আরোফিন। খেয়ালীকে পর্দায় শেষবারের মতো দেখা গিয়েছিল ‘মিলি’ ধারাবাহিকে আর সৈয়দ আরোফিন অভিনয় করেছিলেন ‘যোগমায়া’ ধারাবাহিকে।
‘সুরিন্দর ফিল্মস’ এর হাত ধরে আসছে দুই বোনের গল্প। এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অভিনেত্রী রুপাঞ্জনা মিত্র। এবার ধারাবাহিকের বিষয়বস্তু সামনে এলো।
একটি পরিবারের নানা ঘটনা ও সদস্যদের নানা ধরণের কাহিনী তুলে ধরা হবে এই গল্পে। দুই বোনের চরিত্রে খেয়ালি ছাড়া আর কে থাকবেন সেটা এখনো সামনে আসেনি।