দুই বোনের গল্প নিয়ে পর্দায় আসছেন খেয়ালি-আরেফিন

খেয়ালি-আরেফিন

আপনাদের আগেই জানিয়েছিলাম সান বাংলায় আসছে এক নতুন ধারাবাহিক। যার নাম ভূমিকায় থাকবেন  অভিনেত্রী খেয়ালী মন্ডল এবং অভিনেতা সৈয়দ আরোফিন। খেয়ালীকে পর্দায় শেষবারের মতো দেখা গিয়েছিল ‘মিলি’ ধারাবাহিকে আর সৈয়দ আরোফিন অভিনয় করেছিলেন ‘যোগমায়া’ ধারাবাহিকে।

‘সুরিন্দর ফিল্মস’ এর হাত ধরে আসছে দুই বোনের গল্প। এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অভিনেত্রী রুপাঞ্জনা মিত্র। এবার ধারাবাহিকের বিষয়বস্তু সামনে এলো।

একটি পরিবারের নানা ঘটনা ও সদস্যদের নানা ধরণের কাহিনী তুলে ধরা হবে এই গল্পে। দুই বোনের চরিত্রে খেয়ালি ছাড়া আর কে থাকবেন সেটা এখনো সামনে আসেনি।

Previous articleএবার মহাকুম্ভের পুণ্যস্নানে রচনা বন্দ্যোপাধ্যায়
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।