সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশিত হয় বাংলা ধারাবাহিকের TRP রেটিং চার্ট। আর এই টিআরপির উপর নির্ধারিত হয় ধারাবাহিকের অস্তিত্ব। নির্ধারিত সময় অনুযায়ী এই সপ্তাহেও প্রকাশিত হয়েছে TRP এর তালিকা। আর যেখানে দেখা যাচ্ছে সেরা দশে নেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো (Khorkuto)। ধীরে ধীরে টিআরপি তালিকা থেকে তলিয়ে যাচ্ছে তৃণা সাহা অভিনীত এই সিরিয়াল, কারণটা কি?
আসলে ধারাবাহিক খড়কুটো (Khorkuto) কম রেটিং এর পিছনে একমাত্র কারণ কনটেন্টের একঘেয়েমি। তিন্নিকে নিয়ে একঘেয়ে গল্পেই মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক। সোশ্যাল মিডিয়ার পাতায় স্পষ্ট জানিয়েছেন তারা।
গুনগুন-সৌজন্যের মধ্যে মান-অভিমানের পালা সরিয়ে মিল হয়েছিল তাদের। তবে তৃতীয় ব্যক্তি তিন্নির অসভ্যতা মেনে নিতে পারছেন না দর্শকের একাংশ। ত্রিকোণ প্রেমের গল্পই TRP নষ্ট করছে।
View this post on Instagram
সূত্রঃ bongtrend . com/viewers-in-rage-khorkuto-out-of-top-10-trp-list/