সংসারে চরম অভাব! ‘স্ত্রী রোজ ১০ টাকা…’, অতীতের খারাপ সময় নিয়ে মুখ খুললেন খরাজ মুখার্জি

খরাজ মুখোপাধ্যায়

টলিউডের নামকরা অভিনেতাদের তালিকায় রয়েছেন খরাজ মুখোপাধ্যায়। কৌতুক শিল্পী হিসেবে অভিনেতার জুড়ি মেলা ভার। সম্প্রতি ৮ জুলাই ছিল অভিনেতার জন্মদিন। চলতি বছরেই ৬০ বছরে পা দিলেন অভিনেতা। মুখে বয়সের ছাপ পরা তো দুরের কথা আজও সমান তালে অভিনয় চালিয়ে যাচ্ছেন খরাজ।

ছোটপর্দা থেকে বড়পর্দা, সব মাধ্যমেই দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তবে জানেন কি? অভিনয়ে আসার আগে তিনি সরকারি চাকরি করতেন। ছিলেন ভারতীয় রেলওয়েতে।

কিন্তু অভিনয়ের প্রতি ছিল আলাদা রকমের টান। তাই সরকারি চাকরি ছেড়ে অভিনয়কে বেছে নিয়েছিলেন তিনি। যদিও খরাজের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে পাশে ছিলেন অভিনেতার স্ত্রী। এমনকি অভিনেতার কঠিন সময়তেও ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রী। সেই গল্পই সকলের সাথে ভাগ করে নিলেন অভিনেতা।

খরাজ বলেন, ‘যখন চাকরি করতাম, আমার স্ত্রী রোজ আমার হাতে ১০ টাকা করে দিতেন। টিফিনের জন্য। একদিন হঠাৎ আমায় বলল, তুমি অফিস যেও না। কারণ বুঝলাম না, স্ত্রীর জেদেই থেকে গেলাম। পরের দিন অফিস যাব, যথারীতি আমার হাতে ১০ টাকা দিলেন স্ত্রী। বলল, গতকাল আমার কাছে টাকা ছিল না, তুমি অফিস গেলে কী দিতাম হাতে! আজ শেষদিন, তুমি মাইনে আনবে। তাই শেষ দশ টাকাটা দিয়ে দিলাম। এভাবেই সবদিক সামলেছে ও।’

খরাজ মুখার্জি