জলসায় কামব্যাক খড়ি-ঋদ্ধি জুটি! ‘মিলন হবে কতদিনে’ গৌরব-শোলাঙ্কির?

মিলন হবে কতদিনে

প্রায় দু’বছর পর ছোটপর্দায় ফিরলেন শোলাঙ্কি রায়। গাঁটছড়ার পর আবারও একসঙ্গে শোলাঙ্কি-গৌরব। এবার আর খড়ি-ঋদ্ধি হয়ে নয়, গোরা আর এলা চরিত্রে নতুন চমক আনছেন এই জুটি। স্টার জলসার আসন্ন মেগা ‘মিলন হবে কত দিনে’তে জুটি বাঁধছেন দুজনে।

বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে তাদের নতুন লুক। সsদ্যই সামনে এসেছে ধারাবাহিকের আরও একটি প্রোমো। প্রথম ঝলকে খানিক গতে বাঁধা গল্পই নজরে এসেছে।

সিরিয়ালে শোলাঙ্কির চরিত্রের নাম এলা। গান-কবিতায় ডুবে থাকে সে। মনের মানুষকে ভালোবাসায় বেঁধে রাখতে জানে এলা। যদিও দু-বার মন ভেঙেছে তাঁর, কিন্তু ভাঙা জিনিসকে গড়তে ভালোবাসে এলা। তাঁর মা অবশ্য বিবাহযোগ্যা কন্যার সুযোগ্য পাত্রের খোঁজ করছেন।

মেয়ের ভাঙা মনের ক্ষত নিয়ে তাঁর মাথাব্য়াথা নেই। সাতদিনের মধ্যে চাকরি জোগাড় না করতে পারলে মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করতে হবে এলাকে। প্রেম ছাড়া বিয়ে টেকে না বিশ্বাস এলার, ওদিকে এলার উল্টো মেরুর মানুষ গৌরব।

এই মেগায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কৌশিক রায়, তবে কৌশিকের চরিত্রটি নেতিবাচক। তবে কোন সময়ে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক? সেই বিষয়ে এখনও জানা যায়নি।

Previous articleশুভ ধনতেরাসের শুভেচ্ছা 2025 বার্তা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।