‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’ গান গাইছে কেশব, ছেলের গান শুনে হাসিতে লুটোপুটি মধুবনী

রাজা-মধুবনী

বয়স সবে তিন পেরিয়েছে, ছোট থেকেই লাইমলাইটে থেকেছে তার নানা মুহূর্ত। রাজা-মধুবনীর একমাত্র ছেলে কেশব। প্রায়শই কেশবের মিষ্টি মুহূর্তের ভিডিও বানিয়ে পোস্ট করতে দেখা যায় রাজা-মধুবনীকে।

সম্প্রতি ছেলেকে নিয়ে আরও একটি ভিডিও পোস্ট করেন মধুবনী গোস্বামী। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট কেশব আদো আদো গলায় গান গাইছে সে। সে গাইল, লাউয়ের আদা খাইলাম, দাগা গো খাইলাম, লাউ দি বানাইলাম ডুগডুগী (সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী…)।

ছেলের গলায় আদো আদো উচ্চারণে গান শুনে হেসেই ফেলেন মধুবনী। শেষে অবশ্য ছেলেকে উৎসাহ দিতে বলেন ‘ভেরি গুড’। ক্য়াপশানে লাউয়ের আদা খাইলাম লিখে পাশে হাসির ইমোজি জুড়ে ভিডিয়োটি পোস্ট করেছেন মধুবনী। মধুবনীর পোস্টে ছোট্ট কেশবকে ভালোবাসাও জানিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা।