কৌশিকী চক্রবর্তী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের একজন কিংবদন্তি শিল্পী। তিনি অজয় চক্রবর্তীর কন্যা। তার শিরা-উপশিরায় সঙ্গীত প্রবাহিত হয়, কৌশিকীর ছেলেরও এই সুর আছে। শৈশব থেকেই গানকে ঘিরে বড় হয়েছেন ঋষিত। মঞ্চে মা ও ছেলের যুগলবন্দী দর্শকদের মুগ্ধ করে।
এবার কৌশিকী চক্রবর্তী পুত্র হাজির হলেন সারেগামাপা’র মঞ্চে। প্রতিযোগী হিসাবে না, বরং মায়ের অনুষ্ঠান দেখতেই ছোট অতিথি হিসাবে আসে ঋষিত।
এদিন নদিয়ার মেয়ে দেয়াশিনী রায় নামে অংশগ্রহণকারী কৌশিকীর সাথে কথোপকথনে বলে, “মা-কে ভীষণ ভয় পায় সে।” আর সেই শুনেই কৌশিকী চক্রবর্তী আক্ষেপের সাথে জানান, ‘কী যে শুনে আমার ভালো লাগছে। আমার ছেলে যদি আমাকে একটু ভয় পেত, কী খুশিই হতাম। একটুও ভয় না, এত বড় হনুমান…’।
কৌশিকীর কথায় প্রতিবাদ জানিয়ে আবীর সাথে সাথে বলে ‘তুমি সকলের সামনে ওকে এভাবে বলতে পারো না’। গায়িকা আরও জানান, ‘মাকে কেউ ভয় পেলে আমি খুশি হই। আর ভাবি কাশ (যদি)…’। এরপরেই আবীর গায়িকার ছেলেকে মঞ্চে ডাকেন। মঞ্চে ছেলেকে দেখেই ‘বাবু’ বলে ডেকে ওঠেন গায়িকা।
মায়ের অভিযোগে ছোট ঋষিত ব্লেম “আমি ভুল বলছে, আমি মাকে ভয় পাই। রেওয়াজ করতে বসলে মা-কে ভয় লাগে।”
View this post on Instagram