‘কৌশিকি আসলে মিথ্যা কথা বলছে…’, বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিকের নায়িকার গোপন তথ্য ফাঁস

অভিনেত্রী কৌশিকী পাল

এই মুহূর্ত জি-বাংলার নতুন মেগা ধারাবাহিক নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কৌশিকী পাল। যিনি এর আগে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এই প্রথম নায়িকা চরিত্রে ছোটপর্দায়।

তবে ধারাবাহিক শুরুর আগেই বিতর্কের মুখে অভিনেত্রী। ফাঁস হল তার গোপন তথ্য। এক নেটিজেন প্রমাণ সহ অভিনেত্রীর সিক্রেট ফাঁস করে দিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকে শুরু বিতর্কের ঝড়।

সমাজ মাধ্যমে এক ব্যক্তির দাবি করেন কৌশিকী বিবাহিত কিন্তু সে মিথ্যা বলছে।  স্নেহা চক্রবর্তী বলে এক মহিলা নিজেকে কৌশিকীর ননদ বলেও দাবি করেছেন।

সামাজিক মাধ্যমে কৌশিকীর বিয়ের ছবি পোস্ট করে সেই ব্যক্তি লেখেন, “আগেও বলেছি দিদি নম্বর ১ এ চপের গল্প দেখায়। নিচের ছবিটা কৌশিকী পাল-এর। কৌশিকী পাল Zee বাংলায় নতুন সিরিয়ালের নায়িকা। ওর গানের গলা ও অভিনয় এবং পড়াশোনায় অত্যন্ত মেধাবী। ও আজ DD no.1 এ এসে বলছে ও প্রচুর প্রেমের প্রস্তাব পেয়েছে কিন্তু প্রেম করেনি। বাস্তবটা কিন্তু অন্য কথা বলছে। কৌশিকী আসলে মিথ্যা কথা বলছে। ও আমার এক ভাগ্নে স্বর্ণেন্দু আচার্যের বৌ ছিল। স্বর্ণেন্দুর সাথে 2,4 বছর Live in করে গেছে। ভাইয়ের সাথে রাষ্ট্রী যাপন করে গেছে। এমনকি কৌশিকী সিঁথিতে সিঁদুরও পড়তো। এখন অস্বীকার করলে চলবে?”

ছবিতে দেখা যায় কৌশিকীর কপাল ভর্তি সিঁদুর, গলায় মালা। সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পরতে আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানান, “আমি শুটিংয়ে খুব ব্যস্ত। নতুন শুরু হয়েছে। তাই খুবই চাপ যাচ্ছে। ফেসবুকে কী হয়েছে, কী ছড়াচ্ছে আমি দেখিনি। আমায় দু’এক জন জানিয়েছেন এসে। আমি বিস্তারিত কিছু জানি না।”

কৌশিকী

অন্যদিকে কৌশিকীর ননদ বলে নিজেকে দাবি করেছেন সেই মহিলা জানান,  “সফল সবাই হতে চায়। কিন্তু সেটা মিথ্যে কথা বলে নয়। আমরা একটা সত্যি বিচার চাই। ও অনেক বড় অন্যায় করেছে। আপাতত আমি আর কিছু বলতে চাই না।”