বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন রূপসা চক্রবর্তী। যাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে। বর্তমানে যদিও তাকে সবাই কৌশিকী নামেই বেশি চেনেন। পার্শ্বচরিত্রে অভিনয় করেই জগদ্ধাত্রী ধারাবাহিকে রূপসার অভিনয় নজর কেড়েছে দর্শকদের।
যেমন তিনি দেখতে সুন্দর তেমন তার সুন্দর অভিনয়। ‘কাছে আয় সই’ ধারাবাহিকের মধ্য দিয়েই অভিনয় জগতে সফর শুরু করেন অভিনেত্রী। তারপর ‘কাদম্বিনী’, ‘দীপ জ্বেলে যাই, ‘জড়োয়ার ঝুমকো’, ‘রাখিবন্ধন’, ‘খোকাবাবু’, ‘গঙ্গারাম’, ‘জীবনসাথী’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন রূপসা। তার অনবদ্য অভিনয়ের কারণণেই খুব অল্প সময়ের মধ্যেই টেলি দুনিয়ার অতি পরিচিত মুখ হয়ে ওঠেন রূপসা। অভিনেত্রীর বাবা আলোক চট্টোপাধ্যায়ও অভিনয় জগতেরই একজন, এটা হয়তো অনেকেরই অজানা।
তবে জানেন কি? অভিনেত্রী ছাড়াও অভিনেত্রীর আরও একটা পরিচয় আছে। ব্লুজ প্রোডাকশনের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী তিনি। সম্প্রতি তাদের প্রেম কাহানী নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছোট থেকেই গানের প্রতি একটা আলাদা রকমের দুর্বলতা ছিল অভিনেত্রীর। আর সেই সূত্রেই তার স্বামী স্নেহাশীষের সঙ্গে তার আলাপ। এমনকি ছয়-সাত মাস ধরে স্নেহাশীষের কাছে গানের তালিমও নিয়েছিলেন তিনি। আর সেখান থেকেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় এই জুটি।
শুধু তাই নয়, নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিয়ে সাত পাকে বাঁধা পড়েন এই দম্পতি। বিয়ের পর হাউসওয়াইফ হিসেবে সংসার সামলাতেন তিনি। পরে স্বামীর প্রেরণাতেই অভিনয়ের জগতে পা রাখেন রূপসা।