ফের ছোট পর্দায় কৌশিক রায়! এই নতুন ধারাবাহিকে দেখা মিলবে অভিনেতার

 কৌশিক রায়

টেলিভিশনের পর্দায় একজন অত্যন্ত দক্ষ অভিনেতা কৌশিক রায়। যাকে এর আগে দেখা গিয়েছিল জি-বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকে। এবার ফের আরও একবার ছোটপর্দার নতুন গল্পে ফিরছেন কৌশিক রায়। তবে কোন ধারাবাহিকে দেখা মিলবে অভিনেতার?

আলোর কোলে’তে মুখ্য ভূমিকায় অভিনয় করলেও জানা যাচ্ছে এবার আর মুখ্য ভূমিকায় নয়, কৌশিকের এবারের চরিত্রটি পার্শ্ব চরিত্র হলেও গল্পে বেশ গুরুত্বপুর্ণ।

একসময় যারা ছোটপর্দার হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেছিল একে একে তারা আবারও ফিরছেন ছোটপর্দায়। রণিতা থেকে শুরু করে মধুমিতার পর এবার গৌরব-শোলাঙ্কির পালা। ‘গাটছড়া’ ধারাবাহিকের পর এবার ‘এলা ও গোরার গল্প’ নিয়ে ছোট পর্দায় আসতে চলেছে গৌরব-শোলাঙ্কির জুটি। আর এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় ফিরতে চলেছেন কৌশিক।

 কৌশিক রায়

সম্প্রতি ধারাবাহিকের প্রথম ঝলকও প্রকাশ্যে এসেছে। ধারাবাহিকের ঘোষণা হলেও এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি এই মেগার। তবে অভিনবত্বের ছোঁয়া রয়েছে এই মেগায়। গৌরব-শোলাঙ্কির জুটিকে নতুনভাবে আবার পর্দায় দেখে ভীষণ খুশি সকলে। এবার সেই তালিকায় যোগ হল কৌশিকের ফিরে আসার বিষয়টি।