কিংবদন্তি সঙ্গীত শিল্পী তথা সুরকার শ্যামল মিত্র, যার গান আজও মানুষের কণ্ঠে ভেসে ওঠে। কিন্তু সেই শিল্পীর মেয়ে মনোবীণা মিত্রর জীবনের গল্প একেবারেই আলাদা। শিল্পী পরিবারের অংশ হয়েও আজ তার ঠিকানা একটা আশ্রম। কেমন করে হল শিল্পীর মেয়ের এমন করুন পরিস্থিতি?
এমনকি তাকে একদিন বাইপাসের ধারে অসহায় অবস্থায় উদ্ধার করে আনা হয় ভবঘুরেদের আশ্রমে। সেই সময়ে তার চেহারায় ক্লান্তি, চোখে ফ্যালফ্যাল চাউনি আর বিবস্ত্র অবস্থা দেখে স্তব্ধ হয়েছিলেন অনেকেই।
অতীত আর বর্তমানের ফারাকটাও গুলিয়ে ফেলেছেন তিনি। একসময় অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল মনোবীণার। তাদের ছেলে সুস্নাত আজ বড় হয়েছে, কিন্তু মায়ের সঙ্গে দূরত্ব এতটাই বেড়ে গেছে যে আর যোগাযোগ রাখতে চায় না। কিন্তু মনোবীণা এখনও মন্মে করেন, ছেলে ছোট, পড়াশোনা করছে, হয়তো সে কোনওদিন মায়ের টানে ফিরে আসবে তার কাছে।
মনোবীণার স্মৃতিতে আজও রয়ে গেছে বাবার কণ্ঠের সুর। বর্তমানে প্রাক্তন স্বামী কৌশিক খোরপোশ পাঠালেও স্ত্রীয়ের প্রতি বিশেষ তান নেই বললেই চলে। অন্যদিকে ভাই সৈকত মিত্র দায়িত্ব পালন করে চলেছেন।
তিনি বোন মনোবীণা সম্পর্কে জানিয়েছিলেন, এই অবস্থায় কাউকে বাড়িতে রাখা সম্ভব নয়। তাই আজ মনোবীণার স্থায়ী ঠিকানা আশ্রমেই। তবে মাঝে মধ্যেই মনোবীণার আর্জি করেন তার বাড়িতে যেন খবর দেওয়া হয়, কেউ এসে তাকে নিয়ে যায়। কিন্তু আজও তার অপেক্ষা অপূর্ণই রয়ে গেছে।
মনোবীণা আজও মনে করেন, একদিন সব ঠিক হয়ে যাবে, ছেলে আসবে, তার পরিবার তাকে ফিরিয়ে নেবে, বর্তমানে এই ভরসাতেই দিন কাটাচ্ছেন মনোবীণা।
সুত্রঃ https: // tollygossip. com/