২৯ শে পা কৌশাম্বি’র! জন্মদিনে জমকালো পার্টি নয়, প্রবীণদের সঙ্গে বিশেষ দিন সেলিব্রেট করলেন ‘ফুলকি’র পারমিতা, মুগ্ধ নেটিজেন

কৌশাম্বি চক্রবর্তী

গতকাল ১৪ জুলাই ছিল অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী’র জন্মদিন। প্রতিবারের মত এবারেও নিজের স্টাইলে স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন আদৃত রায়। পরসু রাতে ঘড়ির কাঁটা ১২টায় ছুঁতেই কেক কেটে সেলিব্রেট করলেন বউয়ের বার্থ ডে।

জন্মদিনে মুখে হাসি থাকলেও কোথাও একটা শূন্যতা আঁকড়ে ধরেছে অভিনেত্রীকে। জন্মদিনের মাত্র কয়েক সপ্তাহ আগেই মা-কে হারিয়েছেন অভিনেত্রী। গত ২৭ জুন, মায়ের প্রয়াণের পর এই প্রথমবার মায়ের উপস্থিতি ছাড়াই জন্মদিন পালন করলেন এক বৃদ্ধাশ্রমে।

অভিনেত্রীর বিশেষ দিনে বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের সঙ্গে কেক কাটা, কথা বলা আর কিছু উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটান কৌশাম্বি। তাদের সাথে সময় কাটানোর মধ্যে দিয়েই কোথাও যেন মায়ের ছায়া খুঁজে পেলেন অভিনেত্রী। এদিন বৃদ্ধাশ্রমে কাটানো জন্মদিনের বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেন কৌশাম্বি।

আপাতত কৌশাম্বি ব্যস্ত দু দুটো মেগার কাজে। তাও আবার একটি স্টার জলসায়, অপরটি জি বাংলাতে। বিগত বছর দেড় ধরেই ফুলকি-তে পারোমিতা চরিত্রে দেখা যাচ্ছে কৌশাম্বিকে। তবে বর্তমানে তিনি বেশি সাড়া ফেলেছেন গৃহপ্রবেশ দিয়ে। যেখানে কৌশাম্বির চরিত্রের নাম মোহনা।