হের গেল ‘কথা’ ধারাবাহিক, জিতে গেল ‘জগদ্ধাত্রী’! দুটো স্লটেই টেক্কা দিল ‘অনুরাগের ছোঁয়া’

অনুরাগের ছোঁয়া

প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকা। চলতি সপ্তাহে সব ওলট পালট। জি-বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক আবার নিজের ফর্মে ফিরে আসছে। এদিকে ‘কথা’ ধারাবাহিক-কে হারিয়ে টিআরপি তৃতীয় স্থান দখল জগদ্ধাত্রী’র। বাড়ল নম্বরও।

চলতি সপ্তাহে টপার স্থান ধরে রাখল নিম ফুলের মধু। কিন্তু জি-বাংলার নতুন সময় স্লটেও ছক্কা হাঁকাল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। জি-বাংলার নতুন শুরু হওয়া ‘ডায়মন্ড দিদি’ ৪৫ মিনিট সম্প্রচারেও মাত্র ৪.২ নম্বর পেয়েছে। এদিকে ‘ডায়মন্ড দিদি’ চলাকালীন ‘অনুরাগের ছোঁয়া’ ১৫ মিনিট সম্প্রচার হয় আর বাকি ১৫ মিঠিঝোরার স্লটে। এদিকে ৪৫ মিনিট ধরে মিঠিঝোরা সম্প্রচার হলেও তার নম্বর মাত্র ৪.৩। সেই দুই স্লটে ‘অনুরাগের ছোঁয়া’ একাই ৫.৬ রেটিং পেয়ে দখল করেছে ষষ্ঠ স্থান। অর্থাৎ সূর্য-দীপার ক্রেজ এখনো কমেনি।

চলতি সপ্তাহে বাংলা টপার হয়েছে ‘নিম ফুলের মধু’ তার প্রাপ্ত নম্বর ৭.৭। দ্বিতীয় স্থানে ৭.৫ রেটিং অর্জন করে স্থান দখল ফুলকির। ৫.৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক এবং ৬.১ নম্বর নিয়ে চতুর্থ স্থানে জগদ্ধাত্রী। পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘কথা’, তার প্রাপ্ত নম্বর ৬.০। চলতি সপ্তাহে বাংলা প্রথমে চার স্থান দখল জি-বাংলার।

প্রথম – নিম ফুলের মধু (৭.৭)

দ্বিতীয় – ফুলকি (৭.৫)

তৃতীয় – কোন গোপনে মন ভেসেছে (৬.৩)

চতুর্থ – জগদ্ধাত্রী (৬.১)

পঞ্চম – কথা (৬.০)

ষষ্ঠ – অনুরাগের ছোঁয়া (৫.৬)

সপ্তম – গীতা LLB (৫.৫)

অষ্টম – উড়ান (৫.৩)

নবম – রোশনাই (৫.২)

দশম – বধূয়া (৪.৮)