টিআরপির তালিকায় ওলট-পালট! এক লাফে নম্বর বাড়ল ‘কথা’র, বাজিমাত করল ‘জগদ্ধাত্রী’, জিতে গেল ‘গীতা এলএলবি’ ও ‘অনুরাগের ছোঁয়া’

টিআরপি

বাংলা টিআরপির তালিকায় সব ওলট পালট। ফের সকলকে হারিয়ে প্রথম স্থান দখল করল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। এদিকে টিআরপির তালিকায় খেল দেখালো নতুন ধারাবাহিক ‘গীতা এলএলবি’। দ্বিতীয় স্থনে উঠে এলো ‘গীতা এলএলবি’।

টিআরপি’র তালিকায় সুস্মিতা দে’র অভিনীত কথা ধারাবাহিক এবার বাজিমাত করছে ‘কথা’। এক লাফে নম্বর বাড়িয়ে টিআরপি’র পঞ্চম স্থানে উঠে এলো এই ধারাবাহিক। এদিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকও ভালো রেজাল্ট করেছে।

টিআরপি’র প্রথমে রয়েছে ‘জগদ্ধাত্রী’, তার প্রাপ্ত নম্বর ৮.৭, দ্বিতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছে ফুলকি এবং গীতা এলএলবি, ধারাবাহিকের রেটিং ৮.১। ৭.৮ নম্বর নিয়ে তৃতীয় স্থানে ‘নিম ফুলের মধু’ এবং ৭.২ নিয়ে চতুর্থ স্থান ‘অনুরাগের ছোঁয়া’র দখলে। পঞ্চম স্থানে রয়েছে ‘কথা’, তার প্রাপ্ত নম্বর ৭.১।

প্রথম – জগদ্ধাত্রী (৮.৭)

দ্বিতীয় – ফুলকি । গীতা LLB (৮.১)

তৃতীয় – নিম ফুলের মধু (৭.৮)

চতুর্থ – অনুরাগের ছোঁয়া (৭.২)

পঞ্চম – কথা (৭.১)

ষষ্ঠ – সন্ধ্যাতারা । কোন গোপনে মন ভেসেছে (৬.৯)

সপ্তম – কার কাছে কই মনের কথা (৬.৭)

অষ্টম – Love বিয়ে আজকাল (৬.৬)

নবম – তোমাদের রাণী । জল থই থই ভালোবাসা(৬.৫)

দশম – তুমি আশেপাশে থাকলে (৬.১)