মা হতে চলেছে কথা? ‘কথা’ ধারাবাহিকে নতুন মোড়

কথা

বেশ কয়েক সপ্তাহ বাংলা ধারাবাহিকের টিআরপিরর প্রথম দুইয়ের ঘরে ছিল কথা ধারাবাহিক। চলতি সপ্তাহে তৃতীয় স্থান থেকে ছিটকে গেছে। তবে এবার ধারাবাহিকের টিআরপি বাড়তে পারে কারণ আগামীদিনে বড় চমক আসতে চলেছে এই মেগায়।

ধারাবাহিকের আগামীদিনে দেখা যেতে পারে কথা আর এভি’র মাঝখানে নতুন সদস্য আসতে পারে। মা হতে পারে কথা। ধারাবাহিকের আসন্ন ট্র্যাক সেদিকে ইঙ্গিত দিচ্ছে।

ধারাবাহিকের একটি প্রোমোতে দেখা যাচ্ছে এভিকে কথা জোর করে কল্পতরু উৎসবে নিয়ে আসে। ঈশ্বরের কাছে নিজের মনের ইচ্ছা জানাতে বলে। বাড়ির সবাই এভিকে সন্তানের কথা বলে। সেই কথা শুনে রেগে যায় এভি । এদিকে ঈশ্বরের কাছে দুজনের হয়েই মানত করে কথা।