কথা-এভি না আর্য-অপর্ণা? দুই বাংলা ধারাবাহিকে কোন জুটি সবচেয়ে সেরা? জানান আপনার মতামত

আর্য-অপর্ণা

বাংলা টেলিভিশনের সিরিয়ালগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকে। শুধু ধারাবাহিক নিয়ে নয়, সিরিয়ালের সেরা জুটি নিয়ে চর্চার শেষ নেই। এতদিন জি-বাংলার কথা ধারাবাহিকের কথা আর এভি অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্যকে নিয়ে মাতামাতি ছিল। বর্তমানে সেই জায়গায় নাম লিখিয়েছে আরও এক জুটি আর্য-অপর্ণা।

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আর্য-অপর্ণা অর্থাৎ জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের জুটি নিয়ে চর্চা এখন প্রায়শই চোখে পড়ছে। অসমবয়সীর এই প্রেম কাহিনীতে মুগ্ধ হচ্ছে দর্শকেরা। ধারাবাহিক মূল ইউএসপি হল এই ধারাবাহিকের জুটি।

কেউ কেউ বলছেন কথা আর এভি নাকি বাংলার সেরা জুটি তো আবার অধিকাংশ দর্শকের মতে আর্য আর অপর্ণার জুটি সেরা। তবে যেই এগিয়ে থাকুক না কেন, বলতেই হচ্ছে মিঠাই-সিদ্ধার্থ, সূর্য-দীপার পর বাংলার সবচেয়ে চর্চিত জুটি হল কথা-এভি আর আর্য-অপর্ণার।