বন্ধ হয়ে যাচ্ছে ‘কড়িখেলা’, সময় পরিবর্তন হচ্ছে ‘অপরাজিতা অপু’র! ক্ষোভ প্রকাশ দর্শকের

কড়িখেলা

জি-বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’। এক মা এবং তিন বোনের চপ বিক্রি করে সংসার চালানোর গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক। অনেকদিন আগে থেকেই চ্যানেলের অফিশিয়াল পেজে ধারাবাহিকের নতুন প্রোমো সামনে আসে।

এবার  ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকে টাইম স্লট ঘোষণা হল। নিয়ম অনুযায়ী নতুন ধারাবাহিকের আগমনে পুরনো ধারাবাহিককে স্লট ছেড়ে দিতে হয়। অর্থাৎ ‘উড়ন তুবড়ি’র জন্য স্লট পরিবর্তন হচ্ছে অন্য এক ধারাবাহিকের।

‘উড়ন তুবড়ি’ আসছে  ২৮ মার্চ থেকে বিকেল ৬টার স্লটে। এতদিন ধরে সেই  স্লটে সম্প্রচারিত হত ‘অপরাজিতা অপু’ ধারাবাহিক। এদিকে অপু মরে গিয়ে ছদ্মবেশে ফিরে এসেছে। তাই সেক্ষেত্রে এই মুহূর্তে ধারাবাহিক শেষ হওয়া সম্ভব নয়। এমনটাই মনে করছেন নির্মাতারা। ‘অপরাজিতা অপু’ সময় পরিবর্তন হবে বলে শোনা যাচ্ছে। কিন্তু গোপন সূত্রের খবর, ‘কড়িখেলা’  ধারাবাহিকটি বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বেজায় চটেছে দর্শকের একাংশ। তাদের মতে ‘অপরাজিতা অপু’ থেকে ‘কড়িখেলা’  যথেষ্ট ভালো। ‘অপরাজিতা অপু বন্ধ করা উচিত।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here