ইন্ডিয়ান আইডল সিজন ১৫ ফাইনালের দৌড়ে এখনো পর্যন্ত যেই নামটি সবচেয়ে বেশি উঠে আসছে সেটি হল মানসী ঘোষ। বাংলার এই মেয়ে নিজের গানের স্টাইলে তাক লাগিয়ে দিচ্ছেন সকলকে। সম্প্রতি এই শোয়ে উপস্থিত ছিলেন বলিউডে খ্যাতনামা প্রযোজক করণ জোহর। তিনি তো মানসীর গান শুনে রীতিমতো মুগ্ধ।
এদিন সকল প্রতিযোগী নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে তবে মানসী পারফর্মেন্সে অবাক হয়ে যান বিচারকরা। কারণ রণবীর কাপুর অভিনীত সিনেমার জনপ্রিয় ব্রেকআপ সং এবং দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড গানটি মানসী ক্লাসিক্যাল স্টাইলে গান। যা শুনে হাঁ হয়ে যান বিচারক থেকে স্পেশাল গেস্ট করণ জোহার।
মানসীর গান শেষ না হতে হতেই করণ বলে ওঠেন, ‘বাঃ কি দুর্দান্ত পারফর্মেন্স! আশা জি যেমন ভাবে নিজের স্বর বদলাতেন, একেবারে আলাদা একটা জোনে চলে যেতেন। আমার খুব ভালো লাগল যে তুমিও ঠিক তাই করলে। আশা জিকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েই আমি বলছি আপনার মধ্যেও সেই গুণ আছে যে তুমি তোমার স্বর বদলাতে পারো। গান, স্কেল সবটা মাথায় রেখে যে এটা করলে ভালো লাগল।’
প্রসঙ্গত, বিচারক থেকে শ্রোতা সকলের মন কাড়ছেন এই বঙ্গ তনয়া। বোঝাই যাচ্ছে ট্রফি জেতার ৯০ শতাংশ সুযোগ রয়েছে মানসীর।